প্রতিদিন ব্যবহার করা ডিভাইসগুলো যেভাবে বোমায় পরিণত হচ্ছে
লেবাননের সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনলাইন মেসেজিং টুলস টিএলডিআর। এর সঙ্গে থাকে পেজার আর রেডিও। গত ১৭ সেপ্টেম্বর ওই আক্রমণের বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছিল এই টিএলডিআর প্রযুক্তিকে। এই প্রযুক্তিতে একটি ‘চিট মেসেজ (প্রতারণামূলক বার্তা) পাঠিয়েই বিস্ফোরণ ঘটানো হয় অসংখ্য পেজার ডিভাইসের। সন্দেহ করা হচ্ছে এর সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। কারণ ইসরায়েলে হিজবুল্লাহর আক্রমণের ঝুঁকি তীব্র হতেই এই অস্বাভাবিক পেজার হামলার শিকার হলো হিজবুল্লাহ। ফলে প্রতিদিনের ব্যবহার করা ডিভাইস যে কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে বড় উদ্বেগের সৃষ্টি হলো।