একজন ডায়নামিক সম্পাদক গোলাম সারওয়ার
চার দশকের অধিককালের সাংবাদিকতা জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বনামে খ্যাত ৬ জন সম্পাদকের তত্ত্বাবধানে কাজ করেছি, প্রতিষ্ঠানতুল্য সম্পাদক তোয়াব খানের পর যার কথা বিশেষভাবে মনে পড়ে, তিনি অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় গোলাম সারওয়ার (১৯৪৩-২০১৮)। সারওয়ার ভাইকে প্রথম দেখি ১, রামকৃষ্ণ মিশন রোডের তদানীন্তন ইত্তেফাক ভবনে। দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে তখন প্রায় নিয়মিত লিখি। এটা খুব সম্ভবত ১৯৭৬ অথবা ১৯৭৭ সালের কথা। সম্প্রতি প্রয়াত কবি ইকবাল হাসান তখন ইত্তেফাক ভবন থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বাণীর সাহিত্য সম্পাদক। দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদকের দায়িত্ব ছাড়াও সারওয়ার ভাই কিছুকাল সাপ্তাহিক পূর্বাণীর সার্বিক দেখাশোনার দায়িত্বেও ছিলেন। চীনের সাংবাদিকতার অভিজ্ঞতা তার অনেক আগের। সে সুবাদেই বন্ধু ইকবাল হাসান একদিন আমাকে সারওয়ার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।