তরুণের মৃত্যু: ডিবির অভিযানে প্রেমিকার পরিবারের সদস্য থাকার দাবি
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর ফয়সাল খান শুভ নামের এক তরুণের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। স্বজনদের অভিযোগ, শুভর প্রেমিকার পরিবারের সদস্যরা ডিবির সঙ্গে যুক্ত হয়ে পাঁচতলা থেকে ফেলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় জেলা পুলিশ একটি তদন্ত কমিটি করেছে।