অসহায় বিধবা হেরন্তি কোচের মানবেতর জীবনযাপন
কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বিধবা নারী হেরন্তি কোচের ভাগ্যে স্বামী মারা যাওয়ার ১৩ বছরেও জোটেনি একটি সরকারি ঘর। স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও সুফল মেলেনি। ছেলেকে নিয়ে ভাঙা ঘরে এখন মানবেতর জীবনযাপন তার।