‘দ্বিতীয় স্বাধীনতা’ শব্দটা আবেগের বহিঃপ্রকাশ
এটা আসলে অনেকে কথার গভীরতা চিন্তা করে বলেন না। কারণ, স্বাধীনতা তো প্রতিটি জাতি একবারই অর্জন করে। আমরা অনেকে এটাকে ‘দ্বিতীয় মুক্তির সংগ্রাম’ বলছি। একাত্তরে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা একটি স্বাধীন জাতিরাষ্ট্র পেয়েছি; কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি পাইনি। স্বাধীন দেশ থেকেও এতদিন মানুষ পরাধীনতার মধ্যে ছিল। স্বাধীনতার পর থেকে ভারত নিয়ন্ত্রিত ছিল। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বদা ভারতীয় আগ্রাসন ছিল। এ কারণেই ভারতের মদদপুষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এটাকে আমরা ‘মুক্তি’ বলতে পারি। কিন্তু ‘দ্বিতীয় স্বাধীনতা’ কথাটাকে কোনোভাবেই সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সঠিক বলা যাবে না। এটা মানুষের আবেগের বহিঃপ্রকাশ হতে পারে।