Views Bangladesh Logo
author image

অর্চিতা স্পর্শিয়া

  • থেকে

পরীমনিকে বাধা সবার জন্যই ভীতিকর, প্রতিবাদও করতে হবে একসঙ্গেই: অর্চিতা স্পর্শিয়া
পরীমনিকে বাধা সবার জন্যই ভীতিকর, প্রতিবাদও করতে হবে একসঙ্গেই: অর্চিতা স্পর্শিয়া

পরীমনিকে বাধা সবার জন্যই ভীতিকর, প্রতিবাদও করতে হবে একসঙ্গেই: অর্চিতা স্পর্শিয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারে সম্প্রতি শেষ হওয়া ‘২৩তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ জিতেছেন মেধাবী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘নূর’ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা নাটকের অভিনেত্রী' পুরস্কার পেয়েছেন তিনি। ভিউজ বাংলাদেশকে এ অর্জনের অনুভূতি জানিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। কথা বলেছেন তার এখনকার ও আগামীর কাজসহ ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কেও। এখনো নিউইয়র্কে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।