Views Bangladesh Logo
author image

রাফিউজ্জামান রাফি

  • কবি ও সাংবাদিক

  • থেকে

রাফিউজ্জামান রাফি: কবি ও সাংবাদিক
বাণিজ্যিক সিনেমা অক্সিজেনের অভাবে ভুগছে আর ভিন্ন ধারার সিনেমা দর্শক খরায় ধুঁকছে
বাণিজ্যিক সিনেমা অক্সিজেনের অভাবে ভুগছে আর ভিন্ন ধারার সিনেমা দর্শক খরায় ধুঁকছে

বাণিজ্যিক সিনেমা অক্সিজেনের অভাবে ভুগছে আর ভিন্ন ধারার সিনেমা দর্শক খরায় ধুঁকছে

পেশাগত প্রয়োজনে একবার চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সিনেমা নির্মাণ হবে। কোনো ছবি হলে দর্শক টানবে, লোকে লাইন ধরে দেখবে। আবার কোনো সিনেমা বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে, পুরস্কার জিতে দেশের নাম উজ্জ্বল করবে। শুনে ভেতর থেকে একটি দ্বিধার বিদায় ঘটে। ভিন্ন ঘরানার ছবির ঝুলিতে রাশি রাশি পুরস্কার জুটলেও হলে সারি সারি দর্শক জোটে না।