ঋণের ৬৬ শতাংশই খেলাপি, ধুঁকছে জনতা ব্যাংক
দেশের ব্যাংক খাতে গত দেড় দশক ধরে আলোচনা-সমালোচনার ‘শীর্ষস্থানটি’ ধরে রেখেছে রাষ্ট্রায়ত্ত ‘জনতা ব্যাংক পিএলসি’। ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তি ও গোষ্ঠী তোষণ, তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নামমাত্র জামানতে বিশাল অঙ্কের ঋণ দিয়ে সমালোচনা আরও সমৃদ্ধ করার অভিযোগ রয়েছে। এতে ব্যাংকটিতে জমেছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি ৩০ লাখ টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৬৬ দশমিক ১৫ শতাংশ। বিশাল অঙ্কের এই খেলাপি নিয়ে ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।