আমানত বাড়ছে নো ফ্রিলস অ্যাকাউন্টে
২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকে দেশের ব্যাংক খাতে বেড়েছে কোটিপতি আমানতকারী। একই সঙ্গে নো ফ্রিলস অ্যাকাউন্টে (এনএফএ) বেড়েছে আমানতের স্থিতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ডিসেম্বর শেষে এ ধরনের ব্যাংক হিসাবে আমানত দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৫ কোটি টাকা। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ৪৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এনএফএ হিসাবে আমানত বেড়েছে ২২০ কোটি টাকা বা ৪ দশমিক ৬৯ শতাংশ। শুধু যে আমানত বেড়েছে, তা নয়। ডিসেম্বর শেষে বেড়েছে এ ধরনের হিসাবের সংখ্যাও।