‘শরতের জবা’ নিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু কুসুম সিকদারের
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ আজ (১৪ জানুয়ারি ২০২৫) জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে দেখলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদারের ছবি ‘শরতের জবা’। ‘শরতের জবা’ কুসুম সিকদারের ডেব্যু চলচ্চিত্র। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কুসুম সিকদার নিজেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহড়ডাঙ্গা পিকচার্সের ব্যানারে ছবিটি কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে প্রযোজনা করেছেন।