পর্দার আড়ালেই থেকে গেল উদীচী হত্যাযজ্ঞের ঘাতকরা
যশোরে আলোচিত উদীচীর সম্মেলনে বোমা হামলা চালিয়ে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকরা পর্দার আড়ালেই থেকে গেল। দীর্ঘ ২৬ বছরেও ‘দেশের প্রথম জঙ্গি হামলার’ ওই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি। বরং আইনি ও প্রশাসনিক দুর্বলতায় মামলার রায়ে চার্জশিটভুক্ত আসামিরা সবাই খালাস পেয়ে যান। এরপর উচ্চ আদালত থেকে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়া হলেও ১৫ বছর ধরেই ঝুলে আছে।