‘ত্রাণ চাই না, চাই জলাবদ্ধতার স্থায়ী সমাধান’
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেতনা নদী প্লাবিত হয়ে প্রতি বছরই বর্ষা মৌসুমজুড়ে জলাবদ্ধ থাকে সাতক্ষীরার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। এ বছরের ভারি বর্ষণ ও অতি জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় গ্রামগুলোর লাখো মানুষের পানিবন্দি মানবেতর জীবনযাপন আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। ভেঙে গেছে তাদের মাটির বসতবাড়ি ও গোয়ালঘর, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ক্ষেতেই পচে যাচ্ছে ধানসহ অন্য ফসল। কোটি কোটি টাকার মৎস্য ঘের ভেসে নিঃস্বও হয়ে গেছেন অনেকে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর অভাবে খেয়ে-না খেয়ে দিনাতিপাতের কথা জানাচ্ছেন অসহায় মানুষগুলো, বিশুদ্ধ সুপেয় পানির অভাবে করছেন হাহাকার, ছড়াচ্ছে পানিবাহিত রোগও। মানুষের পাশাপাশি চরম খাদ্য সংকট ও স্বাস্থ্যঝুঁকিতে বিপন্ন হাজার হাজার গবাদিপশুর প্রাণও।