যৌতুকের শিকলে বন্দী কালীগঞ্জের গৃহবধূ তানিয়া
আট বছর আগে মেয়ে তানিয়াকে বিয়ে দিয়েছেন হতদরিদ্র বাবা রিপন গাজী। নির্যাতনের মুখে যৌতুক হিসেবে তিন দফায় জামাই সোহেল রানাকে এক লাখ ৩০ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন। এরপরও টাকার দাবিতে মেয়ের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন জামাইসহ তার পরিবারের লোকজন। সর্বশেষ দুদিন ধরে তানিয়াকে পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে বাবা রিপন গাজী গিয়ে মেয়ের পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখেন। এমনটি করার কারণ জানতে চাইলে তাকেও মারধর করে আটকে রাখেন জামাই সোহেল।