জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের শাস্তির আওতায় আনুন
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি ভবনে (গ্রিন কোজি কটেজ) মর্মান্তিক অগ্নিকাণ্ডের ফলে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানি ঘটেছে। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে মর্মাহত করেছে, করেছে ব্যথিত। এ ধরনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবশ্য এটা ঠিক যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। মাঝে মাঝেই আমাদের এমন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হচ্ছে। কোনো স্থানে অগ্নিকাণ্ডে বা এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে কিছু দিন তা নিয়ে বিভিন্ন মহলে হই চই হয়। গঠিত হয় এক বা একাধিক তদন্ত কমিটি। এরপর এক সময় দুর্ঘটনার বিষয়টি চাপা পড়ে যায়। হয়তো আরও কোনো দুর্ঘটনা সংঘটিত হয়ে আগের দুর্ঘটনার স্মৃতি আমাদের মন থেকে মুছে দেয়।