বড় ভূমিকম্পের আশঙ্কা, মহানগর রক্ষার উপায় খুঁজুন!
আমাদের দেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আমরা চাইলেই তা রোধ করতে পারব না; কিন্তু দুর্যোগের ক্ষতির পরিমাণ সহনশীল মাত্রায় সীমিত রাখতে পারি। সরকার অত্যন্ত যৌক্তিকভাবে এবং দক্ষতার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা করে যাচ্ছে। অতীতে দেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তার ক্ষতির পরিমাণ হতো মারাত্মক। বর্তমানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলেও তাতে ক্ষতির পরিমাণ থাকছে সহনীয় মাত্রায়। আগামীতে প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতির পরিমাণ সীমিত থাকে, সে জন্য আমাদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এখন কোনো অবকাঠামো নির্মাণকালে আগে সেই রাস্তাটি কেন ভেঙে গিয়েছিল, তার তথ্য সংগ্রহ করে নতুন রাস্তা নির্মাণকালে এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে আগের সেই অবস্থা ভবিষ্যতে সৃষ্টি হতে না পারে। দুর্যোগ নিয়ে একটি কবিতা মনে পড়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিতে হবে যুগোপযোগী পদক্ষেপ / উদ্বেগ ভুলে সচেতনতা গড়ে অভিযোজনের পথে এগিয়ে যাবে বিশ্ব/দুর্যোগ প্রশমনে থাকবে না কোনো আক্ষেপ।’