কুমিল্লায় শত কোটি টাকার সরকারি জমি দখলে অভিনব কূটকৌশল!
সিনেমা হল ও হোটেল নির্মাণের শর্তে দশমিক ৬১৬৩ একর সরকারি জমি লিজ নিয়ে সেখানে দশতলা বাণিজ্যিক ভবন গড়ার অভিযোগ উঠেছে কুমিল্লার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেনের স্ত্রী-সন্তানসহ পাঁচজন ওয়ারিশের বিরুদ্ধে। এমনকি লিজের বাইরেও দশমিক ১১৫৬ একর অতিরিক্ত জমি অবৈধ দখল নিয়ে পুরোটাই ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন বর্তমান মালিক প্রায় সাত বছর আগে প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে দেলোয়ার জাহিদ- এমন অভিযোগ নগরবাসীর।