‘ট্রমায় আক্রান্ত’ কুমিল্লা ট্রমা সেন্টার
কুমিল্লা ট্রমা সেন্টার নিজেই ট্রমায় আক্রান্ত, এমনটিই বলেন স্থানীয়রা। কারণ, আওয়ামী লীগ ও বিএনপি দুই সরকারের আমলে দুবার ঘটা করে উদ্বোধন হলেও তা চালু হয়নি দীর্ঘ দেড় যুগেও। শুধু রাজনৈতিক প্রতিসিংসার কারণে জনগণের টাকায় নির্মিত একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন এলাকাবাসী। অথচ মহৎ উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের পাশে কুমিল্লা দাউদকান্দিতে ২০০৬ সালে নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টার। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিয়ে জীবন রক্ষার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। অথচ নির্মাণের পর কখনোই সেখানে চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এখন কোনোমতে নামমাত্র একটি বহিঃবিভাগ রয়েছে। যাতে শুধু স্থানীয় রোগীদের ন্যূনতম সেবা দেয়া হয়। তাও সাধারণ রোগের।