‘রাজমহল’ সিনেমা থেকেই আমার গালের তিলের জন্ম
বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি যুগের নায়িকা রোজিনা (জন্ম ২০ এপ্রিল, ১৯৫৫)। কবরী, শাবানা, সুচরিতা, ববিতাদের মতো কিংবদন্তিতুল্য নায়িকাদেরকালে যিনি রওশন আরা রেণু থেকে রোজিনা হয়ে উঠেছিলেন, রোজিনা নামটি উচ্চারিত হলেই বাংলাদেশের সিনেমাপ্রেমীদের চোখে ভেসে ওঠে এক মিষ্টি মেয়ের হাসিমুখ। সবার আগে চোখে পড়ে তার গালের কালো তিলটির দিকে। আবহমান বাংলার নারীরূপ তার প্রতিচ্ছবিতে।