Views Bangladesh Logo
author image

সমর মজুমদার

  • চিত্রশিল্পী

  • থেকে

চিত্রশিল্পী
গ্রামবাংলার ছবি আঁকি শৈশবের স্মৃতি থেকে
গ্রামবাংলার ছবি আঁকি শৈশবের স্মৃতি থেকে

গ্রামবাংলার ছবি আঁকি শৈশবের স্মৃতি থেকে

প্রচ্ছদ এঁকে দেশজোড়া খ্যাতি পেয়েছেন শিল্পী সমর মজুমদার। আশি-নব্বই দশকের এমন কোনো জনপ্রিয় লেখক নেই, যার বইয়ের প্রচ্ছদ সমর মজুমদার করেননি। খ্যাতিমান এ প্রচ্ছদশিল্পী এক সময় প্রচ্ছদ করা একেবারেই কমিয়ে দেন। তার শিল্পযাত্রা, শিল্পভাবনা, প্রচ্ছদশিল্পী হিসেবে তার সময়কাল, তার বর্তমান দিনকাল- সব মিলিয়ে তার জীবনভাবনা নিয়ে কথা হলো ভিউজ বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান ও মাহফুজ সরদার।