বছরজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ও নানা দুর্ঘটনা
প্রাকৃতিক দুর্যোগ-দুর্ঘটনায় বিপর্যস্ত বাংলাদেশের জন্য ২০২৪ সাল ছিল চ্যালেঞ্জিং বছর। তীব্র তাপপ্রবাহ থেকে নজিরবিহীন শিলাবৃষ্টি, স্মরণকালের ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড় ‘রেমাল’, পাহাড়ধস ও বজ্রপাতের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ এবং সড়ক, নৌ ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। দুর্যোগে দেশজুড়ে ফসল ও অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জলবায়ুর এই বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়ানো, উন্নত পূর্বাভাস ব্যবস্থা এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের।