‘৭ মার্চ প্রজ্বালিত হয়েছিল স্বাধীনতার মশাল’
১৯৭১ সালের ৭ মার্চ পদ্মা-মেঘনা-যমুনাবিধৌত অঞ্চলের মানুষ শুনেছিল একটি ভাষণ। যে ভাষণে অগ্নিস্ফুলিঙ্গের বিস্ফোরণ ঘটেছিল। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৭১ পর্যন্ত ধাপে ধাপে সেই মশাল প্রজ্বালিত করার জন্য বঙ্গবন্ধু নিজেকে তৈরি করেছিলেন ইতিহাসের সমান্তরালে আর দেশের মানুষকে প্রস্তুত করেছিলেন, সেই মহাজাগরণে শামিল হয়ে ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠ সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।