Views Bangladesh Logo
author image

শাওন মাহমুদ

  • শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা

  • থেকে

শাওন মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা

নির্মম অত্যাচারেও বাবা শত্রুর কাছে মাথা নত করেননি
নির্মম অত্যাচারেও বাবা শত্রুর কাছে মাথা নত করেননি

নির্মম অত্যাচারেও বাবা শত্রুর কাছে মাথা নত করেননি

দুদিন পরই বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করবে। গত ৫৩ বছরে এই স্বাধীন ভূখণ্ডে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী, বীরাঙ্গনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনের দৃঢ় অঙ্গীকার, আবদার, সম্মান, শ্রদ্ধা, রাজনৈতিক বলয়ে ঘুরপাক খেয়েছে। বাংলাদেশের জনগণ কতটুকু জানতে পেরেছেন সেই সব দুঃসাহসী বীরত্বগাথা! কতটুকু ধারণ করছেন লাল-সবুজ পতাকাটা! কতটুকু উপলব্ধি করতে পারেন শহীদদের স্বজনদের বেঁচে থাকার লড়াইয়ের ব্যথা! মানুষের হৃদয়কে কতটুকু ছুঁয়ে যায় বীরাঙ্গনার অপমান আর উপেক্ষা! আমরা যতটুকু বলতে বা পৌঁছাতে পেরেছি তাদের হৃদয়ে, ঠিক ততটুকুই। আরও কত কথা রয়ে গেছে জানার, জানানো হয়নি।