রয়্যাল এনফিল্ড কেন স্পেশাল
মোটরসাইকেলের বিখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড, যা বাইকারদের কাছে স্বপ্ন ও ঐতিহ্যের বাহক। বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে এখনো এটি উৎপাদনে রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশে তার যাত্রা শুরু হচ্ছে ৩৫০ সিসির ৪টি মডেল: হান্টার, বুলেট, ক্ল্যাসিক ও মিটিওর নিয়ে। এ নিয়ে বাইকপ্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। বিশ্বব্যাপী এর কদর অন্যান্য বাইকের চেয়ে অনন্য উচ্চতায়, মূলত এর ক্ল্যাসিক ডিজাইন ও রাজকীয় ইতিহাস ও ঐতিহ্যের জন্য। রাজপরিবার থেকে হলিউড, বলিউড এমনকি বিশ্বের নামকরা ধনাঢ্যদের কাছে রয়্যাল এনফিল্ড হলো সৌর্য ও সক্ষমতার প্রতীক। বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ডপ্রেমীরা এর ক্ল্যাসিক লুক এবং মজবুত গঠনের জন্য আলাদা সমাদর করেন।