জাস্টিন ট্রুডোর রাজনৈতিক উত্থান ও পতন
দোলনায় দুলতে দুলতেই রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাস্টিন ট্রুডোর। ১৯৭১ সালের ক্রিস্টমাস ডে-তে জন্ম তার। পিতা এলিয়ট ট্রুডো ছিলেন কানাডার ১৫তম প্রধানমন্ত্রী। মা মার্গারেটও ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত। বাবা-মার কল্যাণে ছোটবেলা থেকেই জাস্টিন ট্রুডোর ওপর এসে পড়েছিল রাজনীতির আলো। রাজনৈতিক পরিবেশেই বেড়ে উঠেছেন তিনি; কিন্তু এখন তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কাছের মিত্রদের কাছ থেকেই পরিত্যক্ত। বিশ্বব্যাপী ক্ষমতাচক্রের যে বলয় পরিবর্তন হচ্ছে তাতেও কানাডা যোগ দিতে পারছে না।