চলুন সবাই বরগুনা যাই
হাজারো ঘটনার ভিড়ে শিশু আইলান কুর্দিকেও হয়তো আমরা ভুলে গেছি। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে শিশুটি মারা যায়। তুরস্কে সাগরের তীরে বালুতে মুখ গুঁজে পড়েছিল তার লাশটি। ছবিটি বিশ্বের শীর্ষ স্থানীয় প্রায় সব পত্রপত্রিকা ছেপেছিল। এই ছবিটি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বিশ্ব নেতারা তার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, ভালোবাসা দেখিয়েছিলেন। তিন বছর বয়সী আইলান কুর্দির সঙ্গে তার তার বড় ভাই ৫ বছরের গালিব কুর্দি এবং তাদের মা রেহানা মারা যান ওই দুর্ঘটনায়।