চট্টগ্রাম বন্দরের সুফল সাধারণ মানুষ পাচ্ছে
রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এস এম মনিরুজ্জামান দীর্ঘ ও বহুমুখী চাকরি জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌসদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর বন্দরের সমস্যা, সম্ভাবনা ও পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার হোসেন।