নিজেকে একান্তভাবে সময় না দিলে, সৃজনশীলতা কিংবা বোধের বিকাশ প্রায় অসম্ভব
বারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি সৌম্য সালেকের প্রবন্ধের বই ‘বিংশ একবিংশ’। তার লক্ষ্য হচ্ছে কিছু চিন্তামূলক প্রবন্ধ রচনা করা। ফলে ‘বিংশ একবিংশ’ বইটিতে মূলত তিনি মন্ময় তথা চিন্তামূলক প্রবন্ধ রচনার প্রস্তুতি হিসেবে বেশকিছু আলোচনাধর্মী প্রবন্ধ লিখেছেন। তার সঙ্গে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের মাহফুজ সরদার।