‘অযোগ্য’ ফ্লাইট সেফটি ইন্সপেক্টর নিয়োগে প্রশ্নের মুখে বেবিচক
আন্তর্জাতিক মানদণ্ডকে পাশ কাটিয়ে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (এফওআই) পদে ‘অযোগ্য’ কর্মকর্তা কাজী ফওজিয়া নাহারকে নিয়োগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তার নেই কোনো উড্ডয়ন অভিজ্ঞতা কিংবা বৈধ পাইলট লাইসেন্স। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও পেশাগত মান নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।