নারী বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ
পাকিস্তানের লাহোরে আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপের বাছাই পর্বের বাংলাদেশের প্রথম ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন নিগার সুলতানা জ্যোতি। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়ল বাংলাদেশ। ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস বোলিংয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ৫টি করে উইকেট শিকার করলেন। এমন রেকর্ডের ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারাল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে নারী বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত সূচনা হয়েছে তাদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, ১৩ এপ্রিল।