কবি শার্ল বোদলেয়ারের ফটোগ্রাফি-ভাবনা
ফরাসি কবি ও শিল্প-সাহিত্য সমালোচক শার্ল বোদলেয়ার (১৮২১-১৮৬৭) সম্পর্কে বলতে গিয়ে বুদ্ধদেব বসু বলেছিলেন, ‘শুধু কবিতাই নয়, চিত্রকলাও তার বাণে বিদ্ধ হয়েছে; তার কবিতাকে ছবির ভাষায় সৃষ্টি করে নিয়েছেন রদাঁ, রুয়ো ও মাতিসের মতো শিল্পীরা; এবং রদাঁ, তার নিঃসঙ্গ ও অবজ্ঞাত যৌবনে, যে-দুই কবিকে ভেদ করে ধীরে ধীরে আপন পথটি দেখতে পান, তারা দান্তে ও বোদলেয়ার।’