ক্যামেরার কবির সেলুলয়েড বন্দনা
আগে যদি আমাকে বলা হতো, ডকুমেন্টারি তৈরি করা হবে- তাও আবার বাংলাদেশের একজন আলোকচিত্রীকে নিয়ে, তাহলে কাজটি যত্নের সঙ্গে করা হবে কি না, তা নিয়ে আমার সন্দেহ থাকত; কিন্তু সম্প্রতি মকবুল চৌধুরীর করা ‘Nasir Ali Mamun in Praise of Shawdows’ (ছায়াবন্দনা) দেখে অপরাধবোধ হয়েছে। আমার জমাট ধারণাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন ডকুমেন্টারির কারিগর জনাব মকবুল। প্রেম, কঠোর পরিশ্রম, গভীর গবেষণা এবং অপরিসীম ধৈর্যের যোগফল আলোকচিত্রকলার জীবন্ত কিংবদন্তি নাসির আলী মামুনকে নিয়ে করা এই ডকুমেন্টারি।