Views Bangladesh Logo
author image

সুমন আহমেদ সাবির

  • থেকে

চিফ টেকনোলজি অফিসার, ফাইবার অ্যাট হোম
ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ বড় সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে
ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ বড় সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ বড় সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে

একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমাদের দেশে ফিক্সড ব্রডব্র্যান্ড কিংবা মোবাইল ইন্টারনেট উভয় ক্ষেত্রেই ইন্টারনেটের স্পিড এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম। আশার কথা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা টেলিযোগাযোগ খাতের নেতৃত্বে আছেন, তাদের মধ্যে একটা সদিচ্ছা দেখা গেছে। তারা চান দেশের মানুষ সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে যাক। এ সদিচ্ছার সঙ্গে যারা ইন্টারনেট ভ্যালু চেনে বিভিন্ন পর্যায়ের অপারেটর আছেন, তাদের মধ্যে যদি আস্থা এবং সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাহলে অপেক্ষাকৃত কমমূল্যে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া কঠিন কিছু নয়।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ব্যবস্থার বিকল্প নেই
সাইবার নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ব্যবস্থার বিকল্প নেই

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ব্যবস্থার বিকল্প নেই

দেশে সাইবার নিরাপত্তা নিয়ে সম্প্রতি অনেক কথা হচ্ছে, আমরা শুনছি। আরও অনেক আগে থেকেই এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। কিন্তু সত্যি কথা বলতে সাইবার নিরাপত্তার যে সমন্বিত কাঠামো সেটা এখনও গড়ে ওঠেনি। যে কারনে একটা সাইবার হামলার হুমকি পেলেই আমাদের গুরুত্কপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সার্ভার বন্ধ রোখতে হচ্ছে। এই বন্ধ রাখার ঘটনাই প্রমাণ করে আমরা সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে এখনও অনেকটাই পিছিয়ে পড়ে আছি।