Views Bangladesh

Views Bangladesh Logo
author image

সৈয়দ মোজাফফর আহমেদ

  • অধ্যাপক
  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪ থেকে
অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও সাবেক প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শেখ হাসিনা : এক মানবিক সত্তা
শেখ হাসিনা : এক মানবিক সত্তা

রাজনীতি ও জনপ্রশাসন

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪

শেখ হাসিনা : এক মানবিক সত্তা

বাংলাদেশ একটি সার্বভৌম ভূখণ্ড। লাখো বীর মুক্তিযোদ্ধার রক্তে স্নাত হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যার গঠন হয়েছিল। আক্ষরিক অর্থেই এর পেছনের কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেন তার এক ছন্দময় অর্কেস্ট্রা যুদ্ধে গোটা জাতিকে তাদের জীবন উৎসর্গের জন্য ঐক্যবদ্ধ করেছিল, যা দীর্ঘদিন ধরে বাঙালি জাতির ওপর চলমান পশ্চিম পাকিস্তানের নিষ্পেষণমূলক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল। রাজনীতির অসংখ্য মারপ্যাঁচকে পাশ কাটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নির্ভীক এক নেতা। পতন আসন্ন জেনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং পিপলস পার্টির প্রধান ভুট্টো ‘অপারেশন সার্চলাইট' নামের এক নারকীয় সামরিক অভিযানের পরিকল্পনা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বন্দুকের মুখে বাঙালি জাতিকে স্তব্ধ করে দিতে শুরু হয় সেই অভিযান। ওই রাতেই আটক করা হয় বঙ্গবন্ধুকে। পাকিস্তানের ফয়সালাবাদে জেলবন্দি অবস্থায় তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। ৯ মাসের লড়াইয়ে লাখো মানুষের রক্তে ভিজে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানের ফয়সালাবাদ জেলে থেকে মুক্তিলাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সংগ্রামরত এক জাতির আশা ও প্রেরণার উৎস হয়ে কাজ শুরু করেন।