ভারত এখন ভুটানের সঙ্গে রেলপথ সংযুক্ত করতে আগ্রহী
রাজনৈতিক অনিশ্চয়তা তথা অনান্য নানা কারণে মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের প্রকল্পগুলো পিছিয়ে পড়ায় ভারত এখন আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে নতুন একটি রেললাইন সংযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে। ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ করে এই প্রকল্প তৈরি হবে। ৬৯ কিলোমিটার প্রস্তাবিত নতুন এই রেল লাইন। আসামের কোকরাঝাড় শহরকে ভুটানের গেলফু শহরের সঙ্গে সংযুক্ত করবে এই নয়া রেলপথ। এই প্রকল্পের মধ্যে রয়েছে বালাজান, গরুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি এবং গেলফু (ভুটানে) ছয়টি নতুন স্টেশনের উন্নয়ন।