সিন্ধু জলচুক্তি স্থগিত: দুই দেশে এর কতটা প্রভাব পড়তে পারে?
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম হলো ভারত-পাকিস্তান সিন্ধু জলচুক্তিতে স্থগিতাদেশ। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। মন্ত্রিসভার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি একটি বিবৃতি জারি করেছেন। এই বিবৃতিতে তিনি বলেন যে, ভারত-পাকিস্তানের ১৯৬০ সালের সিন্ধু নদের জলচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে সীমান্তে সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ না করা অবধি এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।