যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু জলচুক্তি নিয়ে কী ভাবছে ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে শনিবার যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান দু-দেশ। ফলে চার দিনের সামরিক উত্তেজনার পর স্বাভাবিক হয়ে গেল দুদেশের সীমান্তের পরিস্থিতি। তবে এই আবহে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা করার পর কি ভারত এবার ‘সিন্ধু জলচুক্তি’ও মেনে নেবে? এ বিষয়ে জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের আপাতত যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু এখনই ‘সিন্ধু জল চুক্তি’ মেনে নেবে না ভারত। ভারতের সিদ্ধান্তের বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই।