৫ আগস্টের পর থেকে রাজনৈতিকভাবে নারীদের দূরে ঠেলে দেয়া হচ্ছে
বৈষম্যবিরোধী আন্দোলন অভ্যুত্থানের আগে ছিল কোটাবিরোধী আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সব নারী শিক্ষার্থী মিছিল নিয়ে আসতাম। প্রথম দিকে এলেও, ছেলেদের হলে যেহেতু ছাত্রলীগের প্রেসার থাকত, পরে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যায়। মেয়েদের হলে যেহেতু প্রেসারটা সেভাবে ছিল না, দেখা যেত মেয়েরা বড় মিছিল নিয়ে আসতে পারত। এখানে বদরুন্নেছা কলেজ, পাশে ইডেন কলেজ আছে, ঢাকা নার্সিং কলেজ আছে, সব জায়গা থেকেই মেয়েরা বিরাট মিছিল নিয়ে আসত। এই যে মেয়েদের স্বতঃস্ফূর্ত বড় একটা অংশগ্রহণ, এটা আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা ভেবেছিলাম মেয়েদের বিশাল অংশগ্রহণ থাকলে ছাত্রলীগ মারার সাহস পাবে না।