যুদ্ধ বন্ধে সামগ্রিক চুক্তির দাবি হামাসের
গাজায় ইসরায়েলের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে হামাস। তারা সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে সামগ্রিক চুক্তি এবং ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।