মিস্টার মিউজিক
১৯৭২ সালের এপ্রিল-মে মাসের ঘটনা, বাংলাদেশ সেনাবাহিনি যখন গ্রামগুলো পুনর্নির্মাণ করছিল, সেই সময় এক নাটকীয় ঘটনা ঘটে। এই নাটকের মূলচরিত্র সংগীতশিল্পী সমর দাস। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের রেডিও ও টেলিভিশনের সংগীত পরিচালক। যদিও তার সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি, তবুও তাকে আমি চিনতাম। তার খ্যাতি ছিল বাংলাদেশের ‘মিস্টার মিউজিক’ হিসেবে।