গভীর সমুদ্রে জ্বালানি সম্পদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
গ্যাস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যা নিয়ে আমরা গর্ব করতে পারি। ভূপ্রাকৃতিক কারণেই বাংলাদেশ গ্যাস সম্পদে সমৃদ্ধ। বাংলাদেশ যদি প্রাকৃতিক গ্যাস সম্পদে সমৃদ্ধ না হতো, তাহলে আমাদের উন্নয়ন প্রচেষ্টা মুখ থুবড়ে পরত। উন্নয়নের গতি হতো মন্থর। পৃথিবীর মধ্যে যেসব দেশে খননকার্যের বিবেচনায় গ্যাস প্রাপ্তির সাফল্য সবচেয়ে বেশি বাংলাদেশ তাদের মধ্যে শীর্ষ রয়েছে। ৫টি কূপ খনন করলে আমাদের এখানে তিনটিতেই গ্যাস পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত এ কারণে হচ্ছে যে, বাংলাদেশ অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর গ্যাস প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি নিশ্চিত হবার পরই কূপ খনন কার্য শুরু করে। ফলে সাফল্যের হার তুলনামূলকভাবে বেশি।