Views Bangladesh Logo
author image

জাকির তালুকদার

  • কথাসাহিত্যিক

  • থেকে

জাকির তালুকদার, কথাসাহিত্যিক
বাঙালি লেখকরা সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশের অত্যাচারে অতিষ্ঠ
বাঙালি লেখকরা সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশের অত্যাচারে অতিষ্ঠ

বাঙালি লেখকরা সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশের অত্যাচারে অতিষ্ঠ

জাকির তালুকদার বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিক। তার আলোচিত উপন্যাস পিতৃগণ, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, কুরসীনামা, ১৯৯২ ইত্যাদি। প্রায় ২৫টি উপন্যাস ও শতাধিক ছোটগল্প লিখেছেন তিনি। গল্প-উপন্যাসের পাশাপাশি তিনি বেশ কিছু প্রবন্ধও লিখেছেন। ‘কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন’ তার একটি আলোচিত গ্রন্থ। ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন; কিন্তু ১০ বছর পর ২০২৪ সালের ২৮ জানুয়ারি সেই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। দেশের রাজনৈতিক-সামাজিক ইস্যু নিয়ে সবসময়ই সরব এবং প্রতিবাদমুখর এ কথাসাহিত্যিক। প্রগতিশীল এবং বিজ্ঞানমনষ্ক এই লেখক পেশায় চিকিৎসক। অমর একুশে বইমেলা-২০২৫ শুরুতেই কিছু সমালোচনার জন্ম দিয়েছে। বইমেলা ও দেশের বর্তমান নানা পরিস্থিতি নিয়ে ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো স্বনামধন্য এ লেখকের। সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক কামরুল আহসান।