বাঙালি লেখকরা সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশের অত্যাচারে অতিষ্ঠ
জাকির তালুকদার বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিক। তার আলোচিত উপন্যাস পিতৃগণ, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, কুরসীনামা, ১৯৯২ ইত্যাদি। প্রায় ২৫টি উপন্যাস ও শতাধিক ছোটগল্প লিখেছেন তিনি। গল্প-উপন্যাসের পাশাপাশি তিনি বেশ কিছু প্রবন্ধও লিখেছেন। ‘কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন’ তার একটি আলোচিত গ্রন্থ। ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন; কিন্তু ১০ বছর পর ২০২৪ সালের ২৮ জানুয়ারি সেই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। দেশের রাজনৈতিক-সামাজিক ইস্যু নিয়ে সবসময়ই সরব এবং প্রতিবাদমুখর এ কথাসাহিত্যিক। প্রগতিশীল এবং বিজ্ঞানমনষ্ক এই লেখক পেশায় চিকিৎসক। অমর একুশে বইমেলা-২০২৫ শুরুতেই কিছু সমালোচনার জন্ম দিয়েছে। বইমেলা ও দেশের বর্তমান নানা পরিস্থিতি নিয়ে ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো স্বনামধন্য এ লেখকের। সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক কামরুল আহসান।