Views Bangladesh

Views Bangladesh Logo

চট্টগ্রামে ‘চোর’ অপবাদে বিএনপি অফিসে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

District  Correspondent

জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়াপাড়ায় চোর অপবাদ দিয়ে অটোরিকশা চালক মো. রুবেলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ওই ইউনিয়ন বিএনপি অফিসে এই হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ তুলে এর বিচার দাবি করছে পরিবার।

তবে স্থানীয়দের অভিযোগ, নিহত রুবেল এর আগেও একাধিক চুরিতে জড়িত ছিলেন। দুমাস আগেও চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। তার স্ত্রী ও স্ত্রীর বড় ভাই মো. জসিম মুচলেকা ও জরিমানা দিয়ে স্থানীয় সালিশ থেকে নিয়ে যান। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিটিয়ে হত্যার শিকার রুবেল পাশের চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পালক ছেলে। তবে ২৭ বছরের ওই যুবক দীর্ঘদিন ধরে লালানগর ৫নং ওয়ার্ডে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তার ছয় বছরের ছেলে রয়েছে।

পরিবারের অভিযোগ, রাত আড়াইটার দিকে রুবেল তার সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হন। গ্যাস নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়ায় তার গতিরোধ করেন স্থানীয় কয়েকজন। তারা রুবেল গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে কামরুলের মোবাইলের দোকানে চুরি করে দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে আসেন বলে অভিযোগ করতে থাকেন। বিক্ষুব্ধ ওই ব্যক্তিরা একপর্যায়ে রুবেলকে লালানগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে নিয়ে ব্যাপক মারধর করেন। মারধরে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে আসেন লোকজন। ভোরে সেখান থেকে হাত-পা বাধা অবস্থায় রুবেলের মরদহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন, ‘এই অটোরিকশা আমার। আমি রুবেলকে গ্যাস নিতে পাঠিয়েছিলাম। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠেন। বন্দেরাজাপাড়ায় এলে গাড়িতে থাকা ওই কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ মারধরে তার মৃত্যু হয়েছে’।

তিনি বলেন, ‘রুবেলের বাড়ি ফেরিঘাট। তার মা-বাবা নেই। ছোট থেকেই বনগ্রামে পালক সন্তান হিসেবে বড় হয়েছিলেন। গত নয় বছর আগে বিয়ে করে লালানগরে থাকছেন’।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, মারধরের সময় রুবেল সেখানে চুরির সাথে দু’জনের নাম স্বীকার করলে তাদেরও ধরে এনে মারধর করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, রুবেলকে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ