বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত
বগুড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন অটোরিকশা চালক রঞ্জন হোসেন।
নিহত রঞ্জন (৪০) সদর উপজেলার পতিতপুর গ্রামের জাফর প্রামাণিকের ছেলে।
রোববার (২৩ মার্চ) দুপুর পৌনে একটার দিকে বগুড়া-কাহালু সড়কের সদর উপজেলার আপুইলে রিকশাটিকে সামনে থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই রিকশাচালক রঞ্জনের মৃত্যু হয়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে