Views Bangladesh

Views Bangladesh Logo

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২০ মে ২০২৪

টোরিকশা চালানোর দাবিতে রাজধানীর রামপুরা, বাড্ডা ও শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আধা ঘণ্টা পর রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার গণমাধ্যমকে বলেন, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

শাহজাদপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। ক্যামব্রিয়ান কলেজের সামনে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় গণপরিবহনগুলো আটকে আছে। যান চলাচল বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এর আগে গতকাল রোববার (১৯ মে) রাজধানীতে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শটগানের গুলিতে এক ব্যক্তি আহত হন। রোববার বিকালে মিরপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ