Views Bangladesh Logo

৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগের ব্যয় পৌনে ৩ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

পোস্টার, জনসভাসহ প্রচারের নানা খাতে দ্বাদশ সংসদ নির্বাচনে আড়াই শতাধিক প্রার্থীর পেছনে আওয়ামী লীগ ব্যয় দেখিয়েছে পৌনে তিন কোটি টাকা।

নির্বাচনের দুই মাস পর আজ সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনে এই ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল।

এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলটি খরচ দেখিয়েছিল ১ কোটি ৫ লাখ টাকা।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে গিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে ব্যয় বিবরণী জমা দেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাফর উল্যাহ বলেন, “আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে।”

দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনী ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা।

তিনি বলেন, “প্রার্থীরা নিজ থেকে ব্যয় করে। তাই আমাদের ব্যয় কম হয়। পুরো ব্যয়টা দলীয় হয় না। অন্য দলের যেখানে ১০ টাকা লাগে, সেখানে আমাদের দুই টাকা লাগে। পোস্টার, জনসভা, পোস্টার, প্রচার ইত্যাদি খাতে ব্যয় হয়েছে।”

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল ২৬৬ আসনে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে কয়েকদিন আগে তাগিদ দিয়েছিল নির্বাচন কমিশন।

৭ জানুয়ারি ভোটের পর ৯০ দিন অর্থাৎ আগামী ৭ এপ্রিলের মধ্যে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ