Views Bangladesh

Views Bangladesh Logo

আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

‘বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন’ প্রতিপাদ্য সামনে রেখে নবম আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে দিবসটি উদযাপন করে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী, ঔষধ শিল্পের প্রতিনিধিসহ দেশের সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাই কমিশনার শ্রী পাওয়ান বাধে বলেন, আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিগুলোর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি ঐতিহ্যগত চিকিৎসা ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকাস্থ আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রধান গবেষক মোখলেসুর রহমান, হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ও ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চেয়ার ড. মুনাওয়ার হুসেন কাজমি আয়ুর্বেদের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা শেষে বিশিষ্ট সেতার বাদক এবাদুল হক সৈকত সঙ্গীত পরিবেশন করেন।

আয়োজন ঘিরে বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনীর জন্য স্টল রাখা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ