বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের সভাপতি আজীম, মহাসচিব শামীম
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের সভাপতি কর কমিশনার মো. লুৎফুল আজীম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল। আজ শুক্রবার (১৯ জানুযারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা-২০২৩ ও ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন কর কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম-মহাসচিব হয়েছেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ ও যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান। দপ্তর সম্পাদক নির্বাাচিত হয়েছেন উপ কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম, সহ-দপ্তর সম্পাদক উপ কর কমিশনার কাজী রুকাইয়া সুলতানা, গবেষণা সম্পাদক উপ কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী ও সহ গবেষণা সম্পাদক উপ কর কমিশনার মো. একরামুল হক।
এর আগে অনুষ্ঠিত এজিএমে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এনবিআরের সদস্য মো. ইকবাল হোসেন, মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোঃ মাহমুদুজ্জামান, ও কোষাধ্যক্ষ কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন এজিএম ও নির্বাচন-২০২৩ প্রস্তুতি কমিটির সম্মানিত আহবায়ক কর কমিশনার ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে অংশ নেন প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে