Views Bangladesh Logo

ফের পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক বাবর

 VB  Desk

ভিবি ডেস্ক

ফের সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে বদল আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার পাকিস্তানের অধিনায়ক হয়ে ফিরলেন বাবর আজম।

রোববার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম 'এক্স-এ পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বাবর আজমের নাম ঘোষণা করে পিসিবি।

এ প্রসঙ্গে পাকিস্তানি সংবাদমাধ্যম 'ডন' জানিয়েছে, নতুন নির্বাচক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে অধিনায়ক হিসেবে বাবরকে আনার চেষ্টা করছিল। এমনকি পিসিবির পক্ষ থেকে তিন ফরম্যাটের জন্যই বাবর আজমকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কিছু শর্ত জুড়ে দেন তিনি। সেই শর্তগুলো নিয়ে পিসিবির চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাবর। এরপরই আসে এই নতুন সিদ্ধান্ত।

জানা গেছে, ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন বাবর আজম। এরপর ২০২০ সালে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। কিন্তু গত বছরের নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে সরে দাঁড়ান এই ব্যাটার। এর ফলে তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন শাহিন শাহ আফ্রিদি এবং টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ। তবে সে সময় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে কাউকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয় না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ