Views Bangladesh

Views Bangladesh Logo

বেইলি রোডের অগ্নিকাণ্ড: চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ আটক ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বহুতল ভবনের নিচতলার চায়ের চুমুক রেস্টুরেন্টের ২ মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটককৃতরা হলেন-চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান।

আজ শুক্রবার (১ মার্চ) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। এ সময় এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বেইলি রোডের সাততলার ওই ভবনে আগুন লাগে। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, খানাস, ফুকো, অ্যাম্ব্রোশিয়াসহ একাধিক রেস্টুরেন্ট ছিল ও দোতলায় কাপড়ের দোকান 'ক্লজেট ক্লাউড' ও 'ইলিয়েন' ছিল। এসব দোকানপাট অনেকাংশেই ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ৪৬ জন। আর গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। নিহতদের মধ্যে ৪১ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ