Views Bangladesh

Views Bangladesh Logo

কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার দু্‌ই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজাদ রহমান জানান, বুধবার সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, এ নিয়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে ওই আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’রেস্টুরেন্ট। ভবনটিতে ‘কাচ্চি ভাই’ ছাড়াও অনেকগুলো খাবারের দোকান ছিল। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ