৪৪ মরদেহের ২০ হস্তান্তর
বেইলি রোড ট্রাজেডিতে মৃত ৪৪ জনের মধ্যে ২০ মরদেহ পরিবার এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা লাশের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন, নাজিয়া (৩৫), আরহান মোস্তফা (৮), সংকল্প পোদ্দার (১২), মিমু (২০), জান্নাতিন (২৩), সৈয়দা ফাতেমা তুজ জোহরা (১৭), রিয়া (২৩), স্বপ্না আক্তার (৩৭), পম্পি সাহা (৪৬), মেহেরা কবির দোলা (২৫), মাইশা কবির মাহী (২০)।
পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন। এ ছাড়া ভর্তি রয়েছে আরও অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজে মারা যান ৩৩। এছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতালে একজনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে