Views Bangladesh Logo

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বল এখন চীনের কোর্টে: ট্রাম্প

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে প্রথম পদক্ষেপটি বেইজিংয়ের নেয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ কথা জানান।

এক সংবাদ সম্মেলনে ক্যারোলিন লিভিট বলেন, “বল এখন চীনের কোর্টে। চীনকে আমাদের সঙ্গে চুক্তি করতে হবে, তাদের সঙ্গে আমাদের চুক্তি করতে হবে না।”

তিনি জানান, এই বার্তাটি ট্রাম্প তাকে ওভাল অফিসে এক বৈঠকে সরাসরি দিয়েছেন।

লিভিট আরও বলেন, “আমাদের যা আছে চীন তা চায়। আমেরিকান ভোক্তা বা অন্যভাবে বললে আমাদের অর্থের প্রয়োজন তাদের।”

গত শুক্রবার চীন মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক ১২৫ শতাংশ বাড়িয়ে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। এর আগে ট্রাম্প চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক কার্যকরভাবে ১৪৫ শতাংশ বাড়ায়। যদিও অন্য দেশগুলোর পণ্যের উপর পরিকল্পিত শুল্ক বৃদ্ধি স্থগিত রেখেছেন।

ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধে কেউই পিছু হটছেন না।

লিভিট বলেন, “প্রেসিডেন্ট আবারও স্পষ্ট করেছেন যে, তিনি চীনের সঙ্গে চুক্তির জন্য উন্মুক্ত। কিন্তু চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে।”

ট্রাম্প বলেছেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা থেকে ইতিবাচক কিছু ফলাফল আসবে বলে আশা করেন তিনি।

তবে ট্রাম্পের শুল্ক পরিকল্পনার জবাবে একাধিক দেশ ওয়াশিংটনের সঙ্গে চুক্তির জন্য আলোচনা শুরু করলেও বেইজিং মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়ায়। সেইসঙ্গে আলোচনার উদ্যোগও নেয়নি তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ