Views Bangladesh Logo

বেলুচ লেখকের স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘের স্বীকৃতি দেয়ার আহ্বান

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই স্বাধীনতার ডাক উঠল বেলুচিস্তানে।

প্রখ্যাত বেলুচ লেখক এবং সমাজকর্মী মীর ইয়ার বেলুচ পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। একই সঙ্গে স্বীকৃতি দেয়ার জন্য তিনি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন এবং নয়াদিল্লিতে একটি বেলুচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের অনুমতি চেয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ধারাবাহিক পোস্টে তিনি বেলুচিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরেন। তিনি জাতিসংঘকে বেলুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকা ত্যাগ করার জন্য হুঁশিয়ারি দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ