Views Bangladesh

Views Bangladesh Logo

ঘুমধুম সীমান্তের বন্ধ ৫ স্কুল খুলবে বুধবার

বান্দরবানের সীমান্ত পরিস্থিতি শান্ত

District  Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় বন্ধ ঘোষণা করা ৫টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ ১ মাস পর আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বন্ধ বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

সীমান্তে বন্ধ থাকা স্কুলগুলো হচ্ছে- বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজু গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ায় স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বুধবার থেকে স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হবে।

যদিও সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে ।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানকার মানুষ ক্ষেত-খামারে শঙ্কাহীনভাবে কাজ করছেন। তুমব্রু বাজারেও আগের মত বেচাকেনা জমে উঠেছে।

তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু কেউ কেউ। তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ