Views Bangladesh Logo

কানে ‘বাঙালি বিলাস’

প্রতি বছরের মতোই এবারও নানা আয়োজন নিয়ে হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম। ৭৮তম এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।

ফ্রান্সের কানে ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে বিশ্বে অন্যতম প্রাচীন ও প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসব।

সংবাদ বিজ্ঞপ্তিতে এবাদুর জানিয়েছেন, তার ‘বাঙালি বিলাস’ ছবিটি মার্শে দ্যু ফিল্ম বিভাগে ১৮ মে এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জন্য প্রদর্শিত হবে।

আন্তর্জাতিকভাবে ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম (Tractatus Bengalium)’ নামে পরিচিত ‘বাঙালি বিলাস’ ছবিটি এবাদুর রহমান নির্মাণ করেছেন সমসাময়িক বাংলাদেশের সিনেমার প্রচলিত ধারা থেকে বের হয়ে। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এই ১৯০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা ও রাজনীতিকে মিলিয়ে জটিল, কিন্তু সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করেছে।

নির্মাতার ভাষায়, এটি ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামোয় তৈরি, যেখানে দুই মুসলিম নারী চরিত্র মিত্রা ও রুশতী পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে তাদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়ার লড়াইয়ে নামেন।

‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন, যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গান্ডু’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। আরও রয়েছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ এবং আজাদ আবুল কালামসহ অনেকে।

ছবির চিত্রগ্রহণে রয়েছেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান, সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবিটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস’ শুধুই সিনেমা নয়, এটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়াও।

তিনি জানান, এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নগুলোকে নতুনভাবে হাজির করা হয়েছে, যেখানে প্রথাগত ‘বাঙালি ছবি’র কাঠামোকে সচেতনভাবে ভেঙে ফেলার চেষ্টা রয়েছে।

নির্মাতার মতে, আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদেরও নজর কেড়েছে ‘বাঙালি বিলাস’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ