বৃহস্পতিবার ফের বাংলা ব্লকেডের ঘোষণা
আবারো বাংলা ব্লকেডের ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে পুনরায় বাংলা ব্লকেডের ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে রাজপথ ত্যাগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শাহবাগ চত্ত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ পুনরায় ব্লকেডের ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের ফিরে যাওয়ার নির্দেশনা দেন।
আসিফ মাহমুদ বলেন, আজকে সারা দেশে ও ঢাকায় কোনো গাড়ির চাকা ঘুরতে দেয়া হয়নি। আগামীকাল বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এ কর্মসূচির সূচনা করব।
সারজিস আলম বলেন, ২০১৮ সালের পরিপত্রের খেলা আমরা আর খেলতে চাই না। আমাদের নির্বাহী বিভাগ যদি আশ্বাস দেয় যে অনগ্রসর জাতির জন্য ৫ শতাংশ কোটা রেখে সব কোটা বাতিল করা হবে, তাহলে আজকেই আমাদের আন্দোলন শেষ। আমরা কাল থেকে পড়ার টেবিলে ফিরে যাব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে