সংস্কার না হওয়া পর্যন্ত কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বোচ্চ আদালত স্থিতাবস্থা জারি করলেও সংসদে আইন পাস করে সরকারি চাকরির কোটাব্যবস্থার ‘যৌক্তিক’ সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
তাদের দাবি, শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সরকারি চাকরির সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করতে হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থিতাবস্থা জারির আদেশের প্রতিক্রিয়ায় বুধবার (১০ জুলাই) দুপুরে শাহবাগ মোড়ে অবরোধ কর্সূচি থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “আমরা কি কয়েকদিন পর রাস্তায় নামব? আমরা ঝুলন্ত সিদ্ধান্ত মানি না। হাই কোর্টের রায়ে আমরা আশাহত। আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই রায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি। কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, "আমাদের দাবি হাইকোর্টের কাছে নয়। আমাদের এক দফা দাবি নির্বাহী বিভাগের কাছে। সংসদে আইন পাস করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করতে হবে।"
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে