Views Bangladesh Logo

ভারতের লোকসভা নির্বাচন: ৩ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৭ এপ্রিল (বুধবার) থেকে ১৯ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, “ভারতের লোকসভা নির্বাচনের কারণে তিন দিন আমাদের চারদেশীয় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ মর্মে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট সালমা পারভীন চিঠি দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তাই যাত্রী পারাপার হবে না।”

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, বুধবার থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২০ এপ্রিল সকাল থেকে সকল কার্যক্রম চালু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ