অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার পর এবার মেয়েদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে। প্রথমে ব্যাট করে নেপাল পুরো ওভার ব্যাট করে তোলে ৮ উইকেটে ৫৪ রান। দলের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ও হাবিবা ইসলাম। নেপালের তিনজন ব্যাটার রানআউট হন।
তাড়া করতে নেমে বাংলাদেশ ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা হয়েছে ব্যাট হাতে অপরাজিত ২৬ রান ও বল হাতে ১৪ রানে ১ উইকেট নেওয়া ফাহমিদ ছোঁয়া।
রান তাড়ায় ফাহমিদ ৩ বাউন্ডারিতে ২৬ রান করেন ৩২ বলে, মোসাম্মৎ ইভা খেলেন ১৮ রানের ইনিংস। এ ছাড়া সুমাইয়া আক্তার ৬ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেললে ৭ বল হাতে রেখে সহজ জয়ই পায় বাংলাদেশ।
সুপার ফোরের দলগুলোর মধ্যে চার ম্যাচে ৩ জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টসহ মোট ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। বাংলাদেশ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। শিরোপানির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে সোমবার। অন্য দুই দলের মধ্যে নেপাল ৪ ও শ্রীলঙ্কার পয়েন্ট ৩।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে